Lalon Band - Sudha Sindhu текст песни
Исполнитель:
Lalon Band
альбом: Khepa
গুরুর নাম সুধা-সিন্ধু
পান কর তাহাতে বিন্ধু
গুরুর নাম সুধা-সিন্ধু
পান কর তাহাতে বিন্ধু
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণা-ক্ষুধা রবে না রে
সখা হবে দীনবন্ধু
তৃষ্ণা-ক্ষুধা রবে না রে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
প্রহলাদ হৃদয় করে
অগ্নি কুন্ডে প্রবেশ করে
প্রহলাদ হৃদয় করে
অগ্নি কুন্ডে প্রবেশ করে
নরসিংহ রূপ ধারণ করে
হিরণ্য কশবকে মারে
কৃষ্ণ নরসিংহ রূপ ধারণ করে
হিরণ্য কশবকে মারে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ধন ষোলআনা
ভাবলি না শেষের ভাবনা
মহাজনের ধন ষোলআনা
লালন বলে মন রসনা
একদিন তাও ভাবলি না রে
লালন বলে মন রসনা
একদিন তাও ভাবলি না রে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে পাপীর পাপ হরে
দিবানিশি ডাক মন তারে
যারে ভাবলে...
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя