মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি (তবুও তুমি)
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অধর্মের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
আমার কাঁদে মনপাখি
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি (তবুও তুমি)
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে
আমি রক্তস্নাত হয়ে
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя