Lalon Band - B protip 2003 текст песни
Исполнитель:
Lalon Band
альбом: B Protip
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
জিহ্বার ছোঁয়ায় ধুয়ে গেছে গো
সেই সে কবের আদর
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি (তবুও তুমি)
অন্তরে তোমার সর্বনাশা হাসি
অধর্মের খাঁচায় গুমড়ে কাঁদে মনপাখি
আমার কাঁদে মনপাখি
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি (তবুও তুমি)
ভাঙনের প্রলাপে রত তোমার দৃষ্টি নদে
অবিরত বেঁচে রই রক্তস্নাত হয়ে
আমি রক্তস্নাত হয়ে
তবুও তুমি মাথা উঁচু করে
বারে বারে বলো তোমায় ভালোবাসি
তবুও তুমি
মুছে গেছে সব দেনা পাওনার স্মৃতি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя