ছিলারে মন অচিন দেশে আইলা রে মন মানুষ বেশে
দয়াল খুঁজো সয়াল কোষে চুষে খাইলা জওয়ানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
♪
স্ব-কৌশল সর্বস্বতা সর্বজীবের পরমাত্মা
জীবেতে পরম লাপাত্তা
জানো কিনা জানি
♪
স্ব-কৌশল সর্বস্বতা সর্বজীবের পরমাত্মা
জীবেতে পরম লাপাত্তা
জানো কিনা জানি
বাতাসের বুঝায় কটরা
তারি মাঝে রয় অধরা
ভাব সাগরে ডুব দে তোরা
আন্ধার এই দেখ চন্দনী
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
♪
কামের মোহে লোভে পড়ে রাঙা ঘোড়ার পিঠে চড়ে
ধ্যান নাইরে তোর ধ্যানের ঘরে
মিছা রাইত দিন পুহালী
কামের মোহে লোভে পড়ে রাঙা ঘোড়ার পিঠে চড়ে
ধ্যান নাইরে তোর ধ্যানের ঘরে
মিছা রাইত দিন পুহালী
পাক চরণ মাথায় লইয়া তালাশ করো খালাস হইয়া
লাভ নাই পাগল হাসান হইয়া শেষ নাইরে তার কাহিনী
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরাই রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরাই রুহানি
ছিলারে মন অচিন দেশে আইলা রে মন মানুষ বেশে
দয়াল খুঁজো সয়াল কোষে চুষে খাইলা জওয়ানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
দয়াল আসে-যায় স্বদেশে জিন্দা মরা রুহানি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя