Pothik Nobi - Ami Dekhilam Ki Chomotkar текст песни
Исполнитель:
Pothik Nobi
альбом: Praner Bashinda
আমি দেখিলাম কী চমৎকার
দেখিলাম কী চমৎকার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
আমি দেখিলাম কী চমৎকার
দেখিলাম কী চমৎকার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
আহা রে, ফর্সা হইয়া যায় আন্ধার
♪
বাতাস ছড়ায় ফুলের গন্ধ
তোমার সঙ্গ লইয়া
আনন্দে নাচে রে পরান
একলা তোমায় পাইয়া
বাতাস ছড়ায় ফুলের গন্ধ
তোমার সঙ্গ লইয়া
আনন্দে নাচে রে পরান
একলা তোমায় পাইয়া
তোমার প্রেমে মন মজিলো
তোমার প্রেমে মন মজিলো
আন্ধা হইলো দিল আমার
আহা রে, ফর্সা হইয়া যায় আন্ধার
আমি দেখিলাম কী চমৎকার
দেখিলাম কী চমৎকার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
আহা রে, ফর্সা হইয়া যায় আন্ধার
♪
আকাশ ছড়ায় আলোর বন্যা
তোমার রুপ দেখিয়া
আমার প্রাণে লাগে দোলা
তোমার নাম শুনিয়া
আকাশ ছড়ায় আলোর বন্যা
তোমার রুপ দেখিয়া
আমার প্রাণে লাগে দোলা
তোমার নাম শুনিয়া
তোমার চোখে চোখ রাখিলে
তোমার চোখে চোখ রাখিলে
সব হারাইয়া যায় আমার
আহা রে, ফর্সা হইয়া যায় আন্ধার
আমি দেখিলাম কী চমৎকার
দেখিলাম কী চমৎকার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
আমি দেখিলাম কী চমৎকার
দেখিলাম কী চমৎকার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
তোমার রুপের এক ঝলকেই
ফর্সা হইয়া যায় আন্ধার
আহা রে, ফর্সা হইয়া যায় আন্ধার
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя