চন্দ্র-সূর্য গ্রহ-তারা সবই তাহার হুকুমে চলে তাহার হুকুম ছাড়া পদ্মা-মেঘনার পানি কি টলে চন্দ্র-সূর্য গ্রহ-তারা সবই তাহার হুকুমে চলে তাহার হুকুম ছাড়া পদ্মা-মেঘনার পানি কি টলে তিনি শুধু বলেন, "হও," আর এক নিমিষেই হয়ে যায় তিনি ছাড়া ত্রিভুবনে বলো কাহার কী আছে উপায় তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা ♪ তিনি মাটি করলেন বিছানা, আকাশ করলেন ছাদ তার ইচ্ছেতে পূর্ণ হয় বান্দা তোমার সাধ মাটি করলেন বিছানা, আকাশ করলেন ছাদ তার ইচ্ছেতে পূর্ণ হয় বান্দা তোমার সাধ পরের নিন্দা কইরো না গো সামনে পিছনে করিলে পুড়িবে হুতামারই আগুনে পরের নিন্দা কইরো না গো সামনে পিছনে করিলে পুড়িবে হুতামারই আগুনে হিংসা ক্রোধ না যে করে যে সবর করে, তিনি তাদের দেন ঈমান আছে যে বান্দার তাকে ভালোবেসে তাঁর প্রিয় করেন তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা ♪ ওরে মুমিন মুসলমান, পড়ো অবিরাম পুলসিরাত পার করিবে আল্লাহ খোদার নাম ওরে মুমিন মুসলমান, পড়ো অবিরাম পুলসিরাত পার করিবে আল্লাহ খোদার নাম মাতা-পিতা, আপনজনের জন্য করো ব্যয় এতিমের জন্য যেন দিলে রহম হয় মাতা-পিতা, আপনজনের জন্য করো ব্যয় এতিমের জন্য যেন দিলে রহম হয় হিংসা ক্রোধ না যে করে যে সবর করে, তিনি তাদের দেন ঈমান আছে যে বান্দার তাকে ভালোবেসে তাঁর প্রিয় করেন তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা তিনি এক, আর কেউ না, মালিক রাব্বানা (আর কেউ না, মালিক রাব্বানা)