মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে ♪ মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে (মেঘ যেমন আকাশ ছেড়ে) (বৃষ্টি হয়ে নামে) (ভাবনা গুলো তেমনি তোরই) (মনের বাড়ি থামে) ♪ ভোরের বেলা ঘুম হারা ওই অনুভবে এসে ছড়িয়ে দিলি স্বপ্ন রে তুই প্রাণের হাসি হেসে ছড়িয়ে দিলি স্বপ্ন রে তুই প্রাণের হাসি হেসে আমি যেনো ডাকছি তোকে স্বপ্ন পুরীর দেশে উড়ে যাচ্ছিস, ভেসে যাচ্ছিস রাজকুমারীর বেশে মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে ♪ আ... ঘাসের বুকে হাত ছোঁয়ালেই বৃষ্টি হাতে মেশে তোকে ছুঁতে আমার তখন মন চলে যায় ভেসে তোকে ছুঁতে আমার তখন মন চলে যায় ভেসে যাবি কিরে যাবি রে তুই স্বপ্ন পুরীর দেশে উড়ে যাবি, ভেসে যাবি রাজকুমারীর বেশে মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে মেঘ যেমন আকাশ ছেড়ে বৃষ্টি হয়ে নামে ভাবনা গুলো তেমনি তোরই মনের বাড়ি থামে