ঐ যে ঘরে জ্বলছে আলো, ঐ ঘরে সে শুয়ে ঐ ঘরে আজ জলের কলা, মিলছে দুয়ে দুয়ে ঐ ঘরে আজ ভাঙছে আকাশ, ঝড়ঝাপটা ছুঁয়ে ভাঙছি আকাশ ভাঙছি আমি, ভাংছে মাথা নুয়ে ঐ ঘরে আজ ঝাড়বাতিটাও, দিচ্ছে বেশি আলো পুড়ছে আলো পুড়ছে আমি, পুড়ছে স্মৃতির জালও ঐ ঘরে যে শুয়ে আছো, ভালো থেকো ভালো আজকে তুমি ভালো আছো, ভালো থেকে কালও।। ঐ যে ঘরে স্বপ্নটাকে মুঠোয় পুড়ছে কেউ ঐ ঘরে আজ বারে বারে তীরে ভাঙছে ঢেউ ঐ ঘরে কেউ ইচ্ছে করে ভিজচ্ছে মনের জলে ভিজচ্ছে বাতাস ভিজচ্ছি আমি, ভিজচ্ছি পলে পল ঐ ঘরে আজ মনের সুখে পুড়ছে চাঁদের আলো পুড়ছে আলো পুড়ছি আমি, পুড়ছে স্মৃতির জালও ঐ ঘরে যে শুয়ে আছো, ভালো থেকো ভালো আজকে তুমি ভালো আছো, ভালো থেকে কালও।। ঐ ঘরে কেউ হচ্ছে নাকো যে ছিলো কাল পর ঐ ঘরে কেউ ঘরের ভেতর গড়ছে নতুন ঘর ঐ ঘরে আজ সাগর স্রোতে, উড়ছে পাখির ডানা উড়ছে পাখি উড়ছি আমি উড়া আমার জানা ঐ ঘরে আজ যাচ্ছে পুড়ে স্বপ্ন সুখের পালক পুড়ছে আলো পুড়ছি আমি, পুড়ছে স্মৃতির জালও ঐ ঘরে যে শুয়ে আছো ভালো থেকো ভালো আজকে তুমি ভালো আছো, ভালো থেকে কালও।।