Kishore Kumar Hits

Shanto - Kar Shathe Tui Badhli Ghor текст песни

Исполнитель: Shanto

альбом: Kar Shathe Tui Badhli Ghor


প্রেম-আগুনে পুড়াইয়া তুই
প্রেম-আগুনে পুড়াইয়া তুই আমার মন-প্রাণ-অন্তর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
প্রেম-আগুনে পুড়াইয়া তুই
প্রেম-আগুনে পুড়াইয়া তুই আমার মন-প্রাণ-অন্তর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?

সুখের আশায় মন দিয়েছি উজাড় করে তোরে
তুই আমারে দুঃখ দিলি পাইয়া নতুন কারে?
সুখের আশায় মন দিয়েছি উজাড় করে তোরে
তুই আমারে দুঃখ দিলি পাইয়া নতুন কারে?
কেমন করে ভুইলা গেলি
কেমন করে ভুইলা গেলি অন্তরেতে তুলে ঝড়?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?

তোর পিরিতে মন মজাইয়া আমি এখন জিন্দা লাশ
কার বুকেতে রাইখা মাথা সুখে রাত কাটাস?
তোর পিরিতে মন মজাইয়া আমি এখন জিন্দা লাশ
কার বুকেতে রাইখা মাথা সুখে রাত কাটাস?
তুই তো বন্ধু ভালোই আছিস
তুই তো বন্ধু ভালোই আছিস, দুঃখে ফাটে এই অন্তর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?

এক জীবনে ভেবেছিলাম আপন শুধু তোরে
তুই কেমনে দুঃখ দিয়া রইলি পরের ঘরে?
এক জীবনে ভেবেছিলাম আপন শুধু তোরে
তুই কেমনে দুঃখ দিয়া রইলি পরের ঘরে?
প্রেমের নামে কষ্ট দিলি
প্রেমের নামে কষ্ট দিলি তুই আমারে জনমভর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
প্রেম-আগুনে পুড়াইয়া তুই
প্রেম-আগুনে পুড়াইয়া তুই আমার মন-প্রাণ-অন্তর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
প্রেম-আগুনে পুড়াইয়া তুই
প্রেম-আগুনে পুড়াইয়া তুই আমার মন-প্রাণ-অন্তর
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?
কোন পরানে কোন বিবেকে কার সাথে তুই বাঁধলি ঘর?

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Ma

2020 · сингл

Похожие исполнители

Fuad

Исполнитель

Shuvo

Исполнитель