Kishore Kumar Hits

Soumitra Chottopadhyay - Aalo Ese Daak Dilo текст песни

Исполнитель: Soumitra Chottopadhyay

альбом: Madhyarater Sonket


আলো এসে ডাক দিলো
কাকে কোন কথাটা বলে যাবে
ভাবতে ভাবতেই তার যাওয়ার দেরি হয়ে গেল
অনেকদিন এখানে সে
অনেকদিন থেকে গেলে পা পাথর হতে চায়
অশ্বমেধের ঘোড়ার খুঁড়ের percussion
আর যেন কানে বাজে না
কার কাছে কোন কথাটি বলে যাবে
ভাবতে ভাবতে তার পা ভারি হয়ে আসে
নিজেকে হলুদ পাতার জ্ঞানী গ্রন্থের মতো মনে হয়
হাজার হাজার মানুষের অনুভব
অক্ষরের বন্দিত্ব মেনে নিয়ে নিশ্চল হয়ে আছে
তবু অনেকদিন মেঘকজ্বল বিষণ্ণতার মধ্যে থেকে গেলে
কিরণময়ী আশ্বিনের আলো এসে একদিন ডাক দেবেই
তখন কাকে কোন কথাটা বলা যাবে ভাবতেই
অরণ্য-পাহাড়-নদী আনন্দের উত্তরাধিকার চাইতে থাকে
শস্যশীর্ষ দামাল তরঙ্গশিখরের কাছে সব দুঃখকে গচ্ছিত রেখে
দেরি হলেও সে পথে নামে
কিরণময়ী আশ্বিনের আলো এসে ডাক দিলে একদিন

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители