আলো এসে ডাক দিলো কাকে কোন কথাটা বলে যাবে ভাবতে ভাবতেই তার যাওয়ার দেরি হয়ে গেল অনেকদিন এখানে সে অনেকদিন থেকে গেলে পা পাথর হতে চায় অশ্বমেধের ঘোড়ার খুঁড়ের percussion আর যেন কানে বাজে না কার কাছে কোন কথাটি বলে যাবে ভাবতে ভাবতে তার পা ভারি হয়ে আসে নিজেকে হলুদ পাতার জ্ঞানী গ্রন্থের মতো মনে হয় হাজার হাজার মানুষের অনুভব অক্ষরের বন্দিত্ব মেনে নিয়ে নিশ্চল হয়ে আছে তবু অনেকদিন মেঘকজ্বল বিষণ্ণতার মধ্যে থেকে গেলে কিরণময়ী আশ্বিনের আলো এসে একদিন ডাক দেবেই তখন কাকে কোন কথাটা বলা যাবে ভাবতেই অরণ্য-পাহাড়-নদী আনন্দের উত্তরাধিকার চাইতে থাকে শস্যশীর্ষ দামাল তরঙ্গশিখরের কাছে সব দুঃখকে গচ্ছিত রেখে দেরি হলেও সে পথে নামে কিরণময়ী আশ্বিনের আলো এসে ডাক দিলে একদিন