পাওনা যাবার জন্য তোরজোড় করতে করতে এত ব্যস্ত হয়ে পড়েছিল সে তার মনে পড়েনি আরও একখানি গান বাঁধা পাওনা রয়ে গেছে এখন অবশ্য হিসেব না চুকিয়ে চুপিসারে বেড়িয়ে যাওয়া যায় যাওয়ার পথ আগলে কোনো দ্বারই থাকে না তবু যেতে যে তার দ্বিধা, তা গান বাঁধা বাকি রয়ে গেল বলেই না যে বাণী মনে উঁকি দিচ্ছে তার মুখে মা ডাক শুনতে পায় সে যে সুর আবার উচাটন করতে শুরু করে তার মধ্যে বউকথাকও-এর তৃপ্তিহীন অস্থিরতা মোচড় দিয়ে উঠে পাওনা চুকিয়ে মাথা উঁচু করে যেতে গেলে এখন এসব নিয়েই তাকে গান বাঁধতে হবে