(জয়)
(জয়)
(জয়)
(জয়)
(জয়)
সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা হোক বাঙালির জয় (জয়)
সবাই মিলে জোরছে বলো জয় বাঙালির জয় (জয়)
মিলেমিশে থাকতে জানি আমরা ভদ্রলোক (জয়)
মনে প্রাণে চাই শুধু চাই সবার ভালো হোক (জয়)
কাব্যে, শিল্পে, গল্পে, গানে হোক না পরিচয় (জয়)
সবাই মিলে জোরছে বলো জয় বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয়
বলো, জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
নতুন সুরে নতুন গানে হোক না পরিচয় (জয়)
তোমার-আমার, আমার-তোমার স্বপ্ন পূরণ হোক (জয়)
বাংলা আমার গর্ব যেন বাঙালির জয় হোক (জয়)
জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয়
বলো, জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয় (জয়)
♪
বাঙালি বেপরোয়া, বাঙালি পাগল হাওয়া
বাঙালি অদ্বিতীয়, উল্টো স্রোতে বাওয়া
কখনো ছন্নছাড়া, কখনো বাঁধনহারা
বাঙালির পাগল যে মন, বাঙালির প্রেম যে ভীষণ
বাঙালি গুপিবাঘায়, বাঙালি রসগোল্লায়
বাঙালি পাড়ার মোড়ে আড্ডা মেরেও
অস্কার আর নোবেল জেতায় (জয়)
জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয়
বলো, জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
নতুন সুরে নতুন গানে হোক না পরিচয় (জয়)
(জয়)
(জয়)
(জয়)
(জয়)
পাড়ার মোড়ের প্যান্ডেলেতে জমিয়ে খিচুড়ি ভোগ (জয়)
আসছে বছর আবার হবে, বাঙালির জয় হোক (জয়)
সরষে ইলিশ, চিংড়ি মাছে মজে আমার মন (জয়)
১২ মাসে ১৩ পার্বন, আর কি প্রয়োজন? (জয়)
বাংলা আমার পিঠেপুলি নবান্নেরই স্বাদ (জয়)
নলেন গুড়ের সন্দেশেতে বিশ্বে বাজিমাত (জয়)
তোমার-আমার, আমার-তোমার স্বপ্ন পূরণ হোক (জয়)
বাংলা আমার গর্ব যেন বাঙালির জয় হোক (জয়)
জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয়
বলো, জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
নতুন সুরে নতুন গানে হোক না পরিচয় (জয়)
তোমার-আমার, আমার-তোমার স্বপ্ন পূরণ হোক (জয়)
বাংলা আমার গর্ব যেন বাঙালির জয় হোক (জয়)
জয়, বাঙালির জয়, জয়, জয় (জয়)
জয়, হোক বাঙালির জয়, জয়, জয় (জয়)
জয়, বাঙালির জয়, জয়, জয় (জয়)
জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, জয়, জয়, জয়, বাঙালির জয়
বলো, জয়, জয়, জয়, জয়, হোক বাঙালির জয় (জয়)
জয়, হোক বাঙালির জয় (জয়)
Поcмотреть все песни артиста