Kishore Kumar Hits

Riddhi Bandyopadhyay - Eki Labonya Purno Prano текст песни

Исполнитель: Riddhi Bandyopadhyay

альбом: Eki Labonya Purno Prano


লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
আনন্দবসন্তসমাগমে
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে

বিকশিত প্রীতিকুসুম হে
আনন্দবসন্তসমাগমে
বিকশিত প্রীতিকুসুম হে
বিকশিত প্রীতিকুসুম
পুলকিত চিতকাননে
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে

জীবনলতা অবনতা তব চরণে
জীবনলতা অবনতা তব চরণে
হরষগীত উচ্ছ্বসিত হে
আনন্দবসন্তসমাগমে
হরষগীত উচ্ছ্বসিত হে
হরষগীত উচ্ছ্বসিত
কিরণমগন গগনে
একি লাবণ্যে পূর্ণ প্রাণ, প্রাণেশ হে
আনন্দবসন্তসমাগমে
আনন্দবসন্তসমাগমে
আনন্দবসন্তসমাগমে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители