Kishore Kumar Hits

Riddhi Bandyopadhyay - Anandadhara Bohichhe Bhubane текст песни

Исполнитель: Riddhi Bandyopadhyay

альбом: Anandadhara Bohichhe Bhubane


আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃত রস
উথলি যায় অনন্ত গগণে
আনন্দধারা বহিছে ভুবনে

পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া
সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি
নিত্য পূর্ণ ধরা জীবনে কিরণে
আনন্দধারা বহিছে ভুবনে

বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থ নিমগন কী কারণে
বসিয়া আছ কেন আপন মনে
স্বার্থ নিমগন কী কারণে
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
চারিদিকে দেখ চাহি হৃদয় প্রসারি
ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি
প্রেম ভরিয়া লহো শূন্য জীবনে
আনন্দধারা বহিছে ভুবনে
আনন্দধারা বহিছে ভুবনে
দিনরজনী কত অমৃত রস
উথলি যায় অনন্ত গগনে
আনন্দধারা বহিছে ভুবনে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители