Kishore Kumar Hits

Samina Chowdhury - Amar Buker Moddhekhane - Version 1 текст песни

Исполнитель: Samina Chowdhury

альбом: Noyoner Alo


আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে
তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে

তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবো তেপান্তর
ভালোবাসার ঘর বানিয়ে হবো দেশান্তর
তোমায় কতো ভালোবাসি, বোঝাবো বোঝাবো কেমনে?
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে

সাগরেরই টানে যেমন নদী ছুটে যায়
তেমনি করে আমার এ মন তোমায় পেতে চায়
তুমি আমার জীবন তরী, তুমি আশার আলো নয়নে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে তোমাকে আমি রেখেছি কতো না যতনে
তোমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে
সেইখানে আমাকে রেখো, আর কোথাও যাবো না জীবনে
আমার বুকের মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Fuad

Исполнитель

Helal

Исполнитель

Balam

Исполнитель