চলো না স্বপ্নেই ঘুরে আসি চলো না রাত জাগা, ভোর হওয়া চাঁদ-সুরুজের মাঠ দেবো পাড়ি, দেবো পাড়ি তোমাকে না পাওয়ার তোমাকে না ছোঁয়ার বেদনা ভুলেছি আমি চলো না স্বপ্নেই ঘুরে আসি চলো না রাত জাগা ভোর হাওয়া চাঁদ সুরুজের মাঠ দেবো পাড়ি, দেবো পাড়ি তোমাকে না পাওয়ার তোমাকে না ছোঁয়ার বেদনা ভুলেছি আমি ♪ হাত বাড়ালেই চাঁদের ছোঁয়া রাতের আরও কাছাকাছি হাত বাড়ালেই চাঁদের ছোঁয়া রাতের আরও কাছাকাছি আরও তারাদের মতো দু'জনেই পাশাপাশি তোমাকে না পাওয়ার তোমাকে না ছোঁয়ার বেদনা ভুলেছি আমি ♪ এই পৃথিবীর মায়াজালে প্রেম-অপ্রেমের বেদনাতে এই পৃথিবীর মায়াজালে প্রেম-অপ্রেমের বেদনাতে বসন্ত ফুলের গন্ধে হেমন্তে চেয়েছি তোমাকে যত হারাবো ভয় যেন আরও ♪ ও, চেয়েছি তোমাকে যত হারাবো ভয় যেন আরও আশা-নিরাশার প্রান্ত জুড়ে বাসনার ছবি আঁকি তোমাকে না ছোঁয়ার তোমাকে না পাওয়ার বেদনা ভুলেছি আমি চলো না স্বপ্নেই ভালোবাসি চলো না প্রেম ভরা রাত জাগা নীল আকাশের পথ দেবো পাড়ি, দেবো পাড়ি তোমাকে না পাওয়ার তোমাকে না ছোঁয়ার বেদনা ভুলেছি আমি