এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না সাত সুরে ছোঁয়া মন আঁধারে খুঁজে ফিরি তাহারে সাত রঙেরই পাগলামিতে উদাসী সব ফুলগুলি তার সুবাসে পথ হারালো নীড় খোঁজা পাখির ডানা এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না ♪ মন ছুটে যায় দূর বাতাসে কার পরশের ভাবনায় যে ছিল সুখ স্বর্ণলতায় প্রেম জড়ানো কল্পনায় মন ছুটে যায় দূর বাতাসে কার পরশের ভাবনায় যে ছিল সুখ স্বর্ণলতায় প্রেম জড়ানো কল্পনায় সাত রঙেরই পাগলামিতে উদাসী সব ফুলগুলি তার সুবাসে পথ হারালো নীড় খোঁজা পাখির ডানা এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না ♪ ভোর এসে যায় মন গহীনে বনকোকিলের ডাক শুনে স্মৃতিরই চোখ ভিজে ভিজে হয়েছে শিশিরকণা ভোর এসে যায় মন গহীনে বনকোকিলের ডাক শুনে স্মৃতিরই চোখ ভিজে ভিজে হয়েছে শিশিরকণা সাত রঙেরই পাগলামিতে উদাসী সব ফুলগুলি তার সুবাসে পথ হারালো নীড় খোঁজা পাখির ডানা এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না সাত সুরে ছোঁয়া মন আঁধারে খুঁজে ফিরি তাহারে সাত রঙেরই পাগলামিতে উদাসী সব ফুলগুলি তার সুবাসে পথ হারালো নীড় খোঁজা পাখির ডানা এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না এই বসন্তে গান ছাড়া যে কিছু ভালো লাগে না এই বসন্তে