Bappa Mazumder - Pori - Live текст песни
Исполнитель:
Bappa Mazumder
альбом: Pori (Live)
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
♪
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আজ তোমার চোখের কোণে জল
বৃষ্টিও অবিরাম কাঁদে
তোমার সাথে সাথে (তোমার সাথে সাথে)
আমার পথে পথে (আমার পথে পথে)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
পাখিকে করে দেবো তোমার আপনজন
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
♪
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আজ তোমার জোছনা হারায় আলো
প্রজাপতির ডানায় বিষাদ করে ভর
যখন তখন (যখন তখন)
বিষাদ করে ভর (বিষাদ করে ভর)
আমি তোমার জন্য এনে দেবো
অঝোর শ্রাবণ
(আকাশ ছোঁয়া জল-জোছনা)
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
পরী, তুমি ভাসবে মেঘের ভাঁজে
আজ তোমার মন খারাপ, মেয়ে
তুমি আনমনে বসে আছো
আকাশ পানে দৃষ্টি উদাস
আমি তোমার জন্য এনে দেবো
মেঘ থেকে বৃষ্টির ঝিরিঝিরি হাওয়া
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
সে হাওয়ায় ভেসে যাবে তুমি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя