দোহাই লাগে, স্বামী, মান কইরো না সতী বউয়ের মন ভাইঙ্গা দিয়ো না কেমন তুমি স্বর্ণকার কেমন তুমি স্বর্ণকার সোনার এমন অলংকার চিনিতে এখনও পারো না দোহাই লাগে, স্বামী, মান কইরো না সতী বউয়ের মন ভাইঙ্গা দিয়ো না কোন বিবি দেখিয়াছে বলো তোমার মতো এমন মিয়া? বাসর ঘরের ফুল না শুকাইতে করিতে চায় যে আবার বিয়া কেমন তুমি প্রাণ ভোমর কেমন তুমি প্রাণ ভোমর তাজা এ ফুলের কদর করিতে এখনও জানো না দোহাই লাগে, স্বামী, রাগ কইরো না বউয়ের মন ভাঙা ভালো কথা না ভালো যদি বাসো আমায় বাসিও তুমি জীবনভর বাঁচিয়া রবে তবে মোদের এ প্রেম কমসে কম হাজার বছর কেমন তুমি driver কেমন তুমি driver এমন সুন্দর passenger গাড়িতে তুলিতে জানো না সোজা কথায় জানি চিঁড়া ভেজে না সোজা আঙুলে জানি ঘি ওঠে না কেমন তুমি আসামি কেমন তুমি আসামি এমন সুন্দর সোয়ামি চিনিতে এখনও পারো না দোহাই লাগে, বিবি, রাগ কইরো না স্বামীর কথা কেন মাইনা চলো না স্বামীর আবদার-আহ্লাদ যদি বিবি মানিতে না হয় রাজি উপায় থাকে না তখন কোনো ডাকিতে হয় যে আবার কাজি কেমন তুমি রমণী কেমন তুমি রমণী হইয়া মোর ঘরণী মিয়া-বিবির ধর্ম কী জানো না দোহাই লাগে স্বামী আর বইলো না সব কথা খুইলা বলা ভালো না কেমন তুমি ডাক্তার কেমন তুমি ডাক্তার ধইরা আসল বিমার দাওয়া দিতে এখনও জানো না দোহাই লাগে, স্বামী, মান কইরো না সতী বউয়ের মন ভাইঙ্গা দিয়ো না দোহাই লাগে, স্বামী, মান কইরো না সতী বউয়ের মন ভাইঙ্গা দিয়ো না দোহাই লাগে, স্বামী, মান কইরো না সতী বউয়ের মন ভাইঙ্গা দিয়ো না