Tanjib Sarowar - Valo Thakar Thikanay текст песни
Исполнитель:
Tanjib Sarowar
альбом: Valo Thakar Thikanay
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে
আমি এমনটাই ভেবেছিলাম
ভুলতে পারিনি তোমার নাম
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
♪
এতদিনে ভুলে যাওয়ার কথা
মনে রাখার মতো ঘটেনি কিছু
স্মৃতির সাথে হয়েছে সমঝোতা
যাচ্ছি আমি তারই পিছু পিছু
কিছু মানুষ ভাবে কোথায় তারা যাবে
তাদের মনে দুঃখ কানায় কানায়
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
হারিয়ে যাবে তুমি সময়ের স্রোতে
মুছে যাবে তুমি আমার হৃদয় হতে
আমি এমনটাই ভেবেছিলাম
ভুলতে পারিনি তোমার নাম
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
তুমি হয়তো ভালো আছো
ভালো থাকার ঠিকানায়
ভুলে গেছ হয়তো আমায়
ছোটখাটো বাহানায়
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя