(ওরে পিঞ্জিরার পাখি)
(পিঞ্জিরা, পিঞ্জিরা)
(ওরে পিঞ্জিরার পাখি)
(পিঞ্জিরা, পিঞ্জিরা)
ভুল কইরা ভালোবাসলাম তোরে
ব্যাথা দিয়া চইলা গেলি দূরে
ভুল কইরা ভালোবাসলাম তোরে
ব্যাথা দিয়া চইলা গেলি দূরে
এতো কইরা বুঝাইলাম তোমারে
বুঝলিনা এই মন আর আমারে
এতো কইরা বুঝাইলাম তোমারে
বুঝলিনা এই মন আর আমারে
পিঞ্জিরার পাখি
অন্তরে রাখি
ছাইড়া দিলে উইড়া যাইবো
যতনে রাখি
পিঞ্জিরার পাখি
অন্তরে রাখি
ছাইড়া দিলে উইড়া যাইবো
যতনে রাখি
তোমার নাকে নোলক, খোঁপায় ফুলটা দিতা
তুমি মুচকি হাইসা মুখ ফিরাইয়া নিতা
তোমার নাকে নোলক, খোঁপায় ফুলটা দিতা
তুমি মুচকি হাইসা মুখ ফিরাইয়া নিতা
আমার সব হারাইয়া যাক, শুধু তুই পাশে থাক
তোরে রাখিব খুবই যতনে
আমার সব হারাইয়া যাক, শুধু তুই পাশে থাক
তোরে রাখিব খুবই যতনে
পিঞ্জিরার পাখি
অন্তরে রাখি
ছাইড়া দিলে উইড়া যাইবো
যতনে রাখি
পিঞ্জিরার পাখি
অন্তরে রাখি
ছাইড়া দিলে উইড়া যাইবো
যতনে রাখি
পিঞ্জিরার পাখি
অন্তরে রাখি
ছাইড়া দিলে উইড়া যাইবো
যতনে রাখি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя