তোমরা একতারা বাজাইয়ো না, দোতরা বাজাইয়ো না একতারা বাজাইয়ো না, ঢাক-ঢোল বাজাইয়ো না গিটার আর বংগো বাজাও রে ও তোমরা গিটার আর বংগো বাজাও রে একতারা বাজাইলে মনে পইড়া যায় আমার একতারা বাজাইলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে আলতা পরিও না, তোমরা শাড়ি পরিও না আলতা পরিও না, শাড়ি পরিও না প্যান্ট আর ম্যাক্সি পরো রে তোমরা প্যান্ট আর ম্যাক্সি পরো রে আলতা, শাড়ি পরিলে মনে পইড়া যায় আমার আলতা, শাড়ি পরিলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে শুক্তো রাঁধিও না, পায়েস রাঁধিও না শুক্তো রাঁধিও না, পায়েস রাঁধিও না মোগলাই আর চাইনিজ রাঁধো রে ও তোমরা চাইনিজ আর মোগলাই রাঁধো রে শুক্তো, পায়েস রাঁধিলে মনে পইড়া যায় আমার শুক্তো, পায়েস রাঁধিলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে জারি গাইয়ো না, বাউল গাইয়ো না তোমরা কীর্তন গাইয়ো না, বাউল গাইয়ো না ডিস্কো আর রক গাও রে তোমরা ডিস্কো আর রক গাও রে কীর্তন, বাউল গাইলে মনে পইড়া যায় আমার কীর্তন, বাউল গাইলে মনে পইড়া যায় একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে একদিন বাঙালি ছিলাম রে