Kumar Bishwajit - Jonmile Morite Hoy текст песни
Исполнитель:
Kumar Bishwajit
альбом: Evergreen Collection Of Kumar Bishwajit, Vol. 10
বিধি রে, ও বিধি রে
জন্মিলে মরিতে হবে, এ জীবনের রীতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
জন্মিলে মরিতে হবে, এ জীবনের রীতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
♪
মায়ার জালের রঙিন সুতায় জড়াও যদি মন
ডাক আসিলে যাবে ছিঁড়ে প্রেমেরই বন্ধন
মায়ার জালের রঙিন সুতায় জড়াও যদি মন
ডাক আসিলে যাবে ছিঁড়ে প্রেমেরই বন্ধন
অসার ভবের ধূসর চরে রয়ে যাবে প্রীতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
জন্মিলে মরিতে হবে, এ জীবনের রীতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
♪
কান্দিলেও লাভ হবে না, ঘাটে বাঁধা তরী
সাধনেও পার পাবে না পাপে হইলে ভারী
কান্দিলেও লাভ হবে না, ঘাটে বাঁধা তরী
সাধনেও পার পাবে না পাপে হইলে ভারী
মাটির দেহ মাটির ঘরে, নাই রে সেথা বাতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
জন্মিলে মরিতে হবে, এ জীবনের রীতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
বিধি রে, ও বিধি রে
বিধি রে, ও বিধি রে
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
আসা যাওয়ার পথের মাঝে পড়ে রবে স্মৃতি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя