Kumar Bishwajit - Brishti Elei Aso Tumi текст песни
Исполнитель:
Kumar Bishwajit
альбом: Brishti Elei Aso Tumi
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি-দিনে তোমার সাথে হয়েছিল পরিচয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
♪
চেনা শহর ছেড়ে থাকো বহুদূরে
বুকের ভেতর বাজো ভালোবাসার সুরে
চেনা শহর ছেড়ে থাকো বহুদূরে
বুকের ভেতর বাজো ভালোবাসার সুরে
ভাবনাতে তাই তোমার মাঝেই খুঁজে ফিরি আশ্রয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
♪
অবুঝ স্বপ্ন সাজে তোমাকে ঘিরে
দ্বিধার দেয়াল ভেঙে এসো তুমি ফিরে
অবুঝ স্বপ্ন সাজে তোমাকে ঘিরে
দ্বিধার দেয়াল ভেঙে এসো তুমি ফিরে
ভাবনাতে তাই তোমার মাঝেই খুঁজে ফিরি আশ্রয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
অঝোর ধারায় ইচ্ছেমতো ভেজাও হৃদয় ভূমি
বৃষ্টি-দিনে তোমার সাথে হয়েছিল পরিচয়
বৃষ্টি-দিনে আবার তুমি ভেঙে দিলে এ হৃদয়
বৃষ্টি এলেই আমার চোখে নেমে আসো তুমি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя