খাল-বিল, নদ-নদী, হাওর-বাওর বর্ষায় ফুঁসে ওঠা বন্যার দৌড় খাল-বিল, নদ-নদী, হাওর-বাওর বর্ষায় ফুঁসে ওঠা বন্যার দৌড় রুখে দিয়ে গায় যারা জীবনের গান বাংলাদেশের তারা বীর সন্তান বাংলাদেশের তারা বীর সন্তান ♪ সাগরে যেমন ভাসে ছোটো ছোটো দ্বীপ হাওরে তেমনই আঁকা সবুজের টিপ সাগরে যেমন ভাসে ছোটো ছোটো দ্বীপ হাওরে তেমনই আঁকা সবুজের টিপ ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম আর নিকলীর শোভা দেখে ভরে যায় প্রাণ রুখে দিয়ে গায় যারা জীবনের গান বাংলাদেশের তারা বীর সন্তান বাংলাদেশের তারা বীর সন্তান ♪ সুকালে হাওর জলা, শুরু কৃষিকাজ বপনে রোপণে মাতে কৃষকসমাজ সুকালে হাওর জলা, শুরু কৃষিকাজ বপনে রোপণে মাতে কৃষকসমাজ কষ্টে যতনে হয় স্বপ্ন সফল দল বেঁধে গানে গানে কাটে সেই ধান রুখে দিয়ে গায় যারা জীবনের গান বাংলাদেশের তারা বীর সন্তান খাল-বিল, নদ-নদী, হাওর-বাওর বর্ষায় ফুঁসে ওঠা বন্যার দৌড় রুখে দিয়ে গায় যারা জীবনের গান বাংলাদেশের তারা বীর সন্তান বাংলাদেশের তারা বীর সন্তান