Momtaj - Amar Sonar Moyna Pakhi текст песни
Исполнитель:
Momtaj
альбом: Sundor Ei Prithiby
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
♪
দেহ দিছি, প্রাণরে দিছি
আর নাই কিছু বাকি
দেহ দিছি, প্রাণ রে দিছি
আর নাই কিছু বাকি
সাজন ফুলের বাসন দিয়া রে
ও পাখি রে
সাজন ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
♪
বহুদিন হয় গেছেরে বন্ধু
আমায় দিয়া ফাঁকি
বহুদিন হয় গেছেরে বন্ধু
আমায় দিয়া ফাঁকি
দিবানিশি মনে পরে রে
পাখি রে
দিবানিশি মনে পরে রে
কেমনে ঘরে থাকি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
♪
হলুদ বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
হলুদ বরণ পাখি রে আমার
কাজল বরণ আঁখি
দিবানিশি মনে চায় ওরে
ও পাখি রে
দিবানিশি মনে চায় ওরে
বাইন্ধা তোরে রাখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
আমায় দিয়া ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
আমি দেহ দিছি, প্রাণ রে নিছি
আর নাই কিছু বাকি
দেহ দিছি, প্রাণও নিছি
আর নাই কিছু বাকি
সাজন ফুলের বাসন দিয়া রে
অঙ্গে দিছি মাখি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
কোন দেশেতে গেলি উইড়া রে
দিয়া মোরে ফাঁকি রে
আমার সোনার ময়না পাখি
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя