বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? ♪ সইতে না'রি, কইতে না'রি বুকের এই বেদন সখী, বুকের এই বেদন ভিতরে জ্বলে সে আগুন তুষেরই মতন সখী, তুষেরই মতন বুকের কথা মুখে যেমন বুকের কথা মুখে যেমন বলা তো যায় না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? ♪ যার জ্বালা সে জানে, সখী, অন্যে জানে না সখী, অন্যে জানে না এত করে বলি, তবু মন তো বোঝে না সখী, মন তো বোঝে না দিবানিশি এই যন্ত্রণা দিবানিশি এই যন্ত্রণা প্রাণে তো সয় না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? ♪ চোখের জলে বুক ভাসাইয়া থাকবো কতকাল? সখী, থাকবো কতকাল? ভালোবেসে সুখ হইলো না, হায় পোড়া কপাল আমার হায় পোড়া কপাল হীরা, চুনি, মুক্তা, প্রবাল হীরা, চুনি, মুক্তা, প্রবাল ভাইগ্যে হইলো না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বন্ধুর খবর পাইলাম না, মন তাই ভালো লাগে না বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা? বলো কারে শুধাবো মনের এই বেদনা?