Kishore Kumar Hits

Durnibar Saha - Dekhechhi Rupsagore текст песни

Исполнитель: Durnibar Saha

альбом: Dekhechhi Rupsagore


তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি-

তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি-
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
বহুদিন ভাবতরঙ্গে ভেসেছি কতই রঙ্গে
সুজনের সঙ্গে হবে দেখাশুনা
তারে আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না
আমার আমার মনে করি, আমার হয়ে আর হইলো না
দেখেছি-
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
সে মানুষ চেয়ে চেয়ে ফিরিতেছি পাগল হয়ে
মরমে জ্বলছে আগুন আর নেভে না
আমায় বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না
বলে বলুক লোকে মন্দ, বিরহে তার প্রাণ বাঁচে না
দেখেছি-
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

পথিক কয়, "ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে"
পথিক কয়, "ভেবো না রে, ডুবে যাও রূপসাগরে
বিরলে বসে করো যোগ-সাধনা"
একবার ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিয়ো না
ধরতে পেলে মনের মানুষ, ছেড়ে যেতে আর দিয়ো না
দেখেছি-
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
তারে ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
ধরি ধরি মনে করি, ধরতে গেলেম আর পেলেম না
দেখেছি-
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা
দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители