Kishore Kumar Hits

Debdeep Banik - Tumi Ki Dhandar Moto текст песни

Исполнитель: Debdeep Banik

альбом: Tumi Ki Dhandar Moto


তুমি জানো কেমন করে তুমি
পাগল করো আমাকে
ভুল করে লেখা শব্দ জানে
পিছন ফিরে তাকাতে
তুমি কি খুব কঠিন, তুমি কি খুব জটিল
তুমি কি ধাঁধারই মতোই
তুমি কি শ্বেত কমল, তুমি কি রুদ্ধদল
তুমি মরীচিকার মতোই
তুমি মরীচিকার মতোই

আলেয়া পোড়ানো রাস্তা ফুরালো
তোমাকে, তোমাকেই পথ দেখায়
আমারও তো মনে প্রেম লেগে গোপনে
এপাশে ওপাশে ছুটে বেড়ায়
আলেয়া পোড়ানো রাস্তা ফুরালো
তোমাকে, তোমাকেই পথ দেখায়
আমারও তো মনে প্রেম লেগে গোপনে
এপাশে ওপাশে ছুটে বেড়ায়
তুমি আসলে (তুমি আসলে)
বাঁচা-মরা হয়ে যাবে খুব সহজ
ভালোবাসলে (ভালোবাসলে)
রাজকুমারী হয়ে থাকবে আজীবন
তুমি কি খুব কঠিন, তুমি কি খুব জটিল
তুমি কি ধাঁধারই মতোই
তুমি কি শ্বেত কমল, তুমি কি রুদ্ধদল
তুমি মরীচিকার মতোই
তুমি মরীচিকার মতোই
তুমি মরীচিকার-

কখনো কখনো জেনেও না জেনে
তোমাকে, তোমাকেই কাছে চাই
মনের আড়ালে ইন্দ্রজালে
এদিকে ওদিকে দিশে হারাই
কখনো কখনো জেনেও না জেনে
তোমাকে, তোমাকেই কাছে চাই
মনের আড়ালে ইন্দ্রজালে
এদিকে ওদিকে দিশে হারাই
তুমি ডাকলে (তুমি ডাকলে)
পেরিয়েও যেতে পারি সাত সাগর
কাছে ডাকলে (কাছে ডাকলে)
রাজকুমারের মতো রাখবো আজীবন
তুমি কি খুব কঠিন, তুমি কি খুব জটিল
তুমি কি ধাঁধারই মতোই

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Upal

Исполнитель