Gouri Ghosh - Apurbo Dutta текст песни
Исполнитель:
Gouri Ghosh
альбом: Hridoybondhu Mor
সকালে ঘুম ভেঙে তোমাকে মনে পরে
দু'চোখে লেগে থাকে অমল উদ্ভাস
ঝরা বকুল গুলি মালায় গেঁথে দেখি
পূর্বাকাশে জবা কুসুম সংকাশ
রাস্তাঘাট জুড়ে এত যে কোলাহল
বাতাসে বারুদে ভ্রুকুটি বিস্ফার
তবুতো ডালে ডালে কৃষ্ণচূড়া ফোটে
জারুল পলাশের আলাপ বিস্তার
শোকে ও সন্তাপে প্রেমে ও অপ্রেমে তুমিই শেষ কথা তুমিই শিরোনাম
তোমাকে ঘিরে ঘিরে আবর্তিত হয়
আমার বেঁচে থাকা, আমার সংগ্রাম
তোমারই গানে গানে তোমারই কবিতায়
তোমারই অক্ষরে এ লিপি ভরা থাক চেতনে অচেতনে
তোমারই কথা ভাবি তুমি অমরতা পঁচিশে বৈশাখ
তুমিই অমরতা পঁচিশে বৈশাখ
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя