Gouri Ghosh - Ay Roddur Ay текст песни
Исполнитель:
Gouri Ghosh
альбом: Uttorer Haowa, Vol. 2
আয় রোদ্দুর আয়
সূর্যের আলো কি এ পথে হাঁটবে না?
অন্ধকার রাত পেরিয়ে কুঁড়েঘরের খড়ের ছাউনির ফাঁক দিয়ে
এই নিরন্ন ঘরে কোনদিনও কি রোদ্দুর আসবে না?
চাঁদের আলো কি শুধু গোধূলির পথ মাড়িয়ে
অন্ধকারের ছায়া ডিঙিয়ে, প্রাচীরঘেরা প্রাসাদ ছুঁয়ে
হাসনুহানার বুকের উপরেই ঝরে পড়বে?
যেখানে হাসনুহানা নেই
যেখানে প্রাচুর্যের বৈভব নেই
সেখানে শুধু ভাঙা কুঁড়েঘর আর রিক্ত মাঠ
লাঙলের ফলায় ঘিরে ঘামের লবণাক্ত রক্ত ঝরে
অনুর্বর ভূমি উর্বর হয়
সেখানে কি কোনদিনও কোকিলের ডাক মুখরিত হয়ে উঠবে না?
রোদ্দুর আর চাঁদের ঐশ্বর্য আর প্রাসাদ ঘিরে এই রোমাঞ্চ
মনকে কি বিষণ্ণ করে তোলে না?
চারিদিকে বঞ্চনার অভিশাপ, দারিদ্র্যের নিষ্ঠুর পরিহাস
রিক্ত ধানখেত, শূন্য মড়াই
যন্ত্রণা-বিধ্বস্ত কাঁটাতারে ঘেরা জীবনটা মূল্যহীন মনে হয়
তাইতো ঐক্যবদ্ধ প্রতিজ্ঞায় লাঙল-ধরা, কড়া-পরা হাতে
দুর্ভেদ্য বন্দিশালা ভেঙে নিরন্ন মানুষের অন্ধকার ঘরে
চাঁদ আর সূর্যকে ছিনিয়ে আনতে চাই
আয় রোদ্দুর আয়, আয় চাঁদ মামা আয়
সমস্ত দরজা খুলে দিগন্তবিস্তৃত মাঠ পেরিয়ে
আমাদের এই পোড়া দেশে কপালপোড়া মানুষদের ভাগ্য ফেরাতে
ঝড়ের প্রচণ্ড তাণ্ডবে উপকূলে আছড়ে পড়ে
আয় রোদ্দুর আয়, আয় চাঁদ মামা আয়
আয় রোদ্দুর আয়, আয় চাঁদ মামা আয়
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя