Kishore Kumar Hits

Subconscious - Okaron текст песни

Исполнитель: Subconscious

альбом: Okaron


অকারণ মিছে মায়ায়
কেন তুমি আমায় জড়ালে?
মায়াবী কোনো ছলনায়
কেন মিছে তুমি কাঁদালে?
অকারণ মিছে মায়ায়
কেন তুমি আমায় জড়ালে? (জড়ালে)
মায়াবী কোনো ছলনায়
কেন মিছে তুমি কাঁদালে?
সুনিপুণ অভিনয় করে
আমাকে দূরে ঠেলে দিলে
আবেগী এই মাঝরাতে
তোমায় মনে পড়ে
একটু একটু করে দূরে চলে গেলে
একটু একটু করে দূরে সরে গেলে
একটু একটু করে দূরে চলে গেলে
একটু একটু করে দূরে ঠেলে দিলে

অতীতের সব স্মৃতিগুলো
আজও কেন চোখে ভাসে
অতীতের সব স্মৃতিগুলো
আজও কেন চোখে ভাসে
দিলে কেন ভালোবাসায়
অনন্ত দুখের আলো
সোনালী সব দিন শেষে
আবেগেরা শুধু কথা বলে (কথা বলে)
কত যতনে বেঁধেছিলে (বেঁধেছিলে)
ভালোবাসার মায়াজালে
একটু একটু করে দূরে চলে গেলে
একটু একটু করে দূরে সরে গেলে
একটু একটু করে দূরে চলে গেলে
একটু একটু করে দূরে ঠেলে দিলে

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Vibe

Исполнитель