প্রিয়বরেষু মন, জানালি না কখন
অযতন, কী ভীষণ, করছিস স্মৃতিচারণ
প্রিয় প্রিয়বরেষু মন, জানালি না কখন
অযতন, কী ভীষণ, করছিস স্মৃতিচারণ
ছুঁয়ে ফিরে যাই ওই কৈশোরে
নিয়ে যাবি স্মৃতি আমার কবিতার কারাগারে
মন খারাপের প্রিয় অসুখটা
সব জানে তোমার আমার নব্বইয়ের দশকটা, প্রিয়, প্রিয়, প্রিয়, প্রিয়
(ফুল) ফুলপাতা বালিশচাপা চিঠি আর খাম
Hallmark-এর কার্ডে হাত কাঁপা নাম
Swiss-এর টেবিলে slice আর bun
কাঁচের চুড়িতে অভিমান
Assembly-'র পেছনে অপলক চোখ
সাদাকালো ছায়াছবি হোক
টিফিনের অভিসারে আশ্বাস আধা গ্লাস
দুই অক্ষরের মাঝে বিশ্বাসে
বাঁচে বোকাসোকা একটা plus
ছুঁয়ে ফিরে যাই ওই কৈশোরে
বিউটির লাচ্ছি, পুরান ঢাকা, রাত জাগে অনাহারে
শাহবাগ মোড়, রেইনবো গলিটা
সব জানে তোমার আমার নব্বইয়ের দশকটা, প্রিয়
♪
(Boomers) Boomers menu-তে ক্ষণিক অপহরণ
প্রেমেরই মরণ, অস্থির প্রসারণ, অবাক সংকোচন
Teenage পকেটে বিয়োগ আর গুণন
চিঠিতে ইতিতে কত কথা, প্রিয়তা, সবই শব্দ বুনন
হুডতোলা রিক্সাতে, নিঃশ্বাসে
আমি খুব খুব খুব jealous, খুব jealous
ইয়ে মানে প্রেম, প্রেম মানে ইয়ে
ইয়ে, ইয়ে, ইয়ে, ইয়ে মানে প্রেম
ছুঁয়ে ফিরে যাই ওই কৈশোরে
বিকালের ছাদ ছুঁয়ে ওড়না ওড়ে নীলাকাশ আদরে
হলুদের crush খাওয়া সময়টা
সব জানে তোমার আমার নব্বইয়ের দশকটা, প্রিয়
ন-ন-ন-নব্বইয়ের দশকটা, প্রিয়
(নব্বইয়ের দশকটা)
(নব্বইয়ের দশকটা)
নব্বইয়ের দশকটা, প্রিয় (নব্বইয়ের দশকটা)
তোমার আমার নব্বইয়ের দশকটা, প্রিয় (নব্বইয়ের দশকটা)
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя