তুমি আপন, তুমি পর জীবন আমার আঁধার ঘর দুঃখ পেতে তোমায় আমি জানাবো না আমন্ত্রণ তুমি আপন, তুমি পর জীবন আমার আঁধার ঘর দুঃখ পেতে তোমায় আমি জানাবো না আমন্ত্রণ ফিরো না, ফিরো না কভু করো না আঁখিপাত ফিরো না, ফিরো না কভু করো না আঁখিপাত ফিরো না, ফিরো না কভু করো না আঁখিপাত ফিরো না, ফিরো না কভু ♪ আমায় যদি জাগালে আজ এই পড়ন্ত কালে নির্ঘুম রাতগুলোতে আমায় একা একা কাঁদতে দাও আমায় যদি জাগালে আজ এই পড়ন্ত কালে নির্ঘুম রাতগুলোতে আমায় একা একা কাঁদতে দাও ♪ মন আমার জানি চোখের জলে খুঁজবে তোমায় ব্যাকুল হয়ে চোখের আলো একদিন নিভে যাবে সেদিনের সেই আঁধার ঘরে দুঃখ পেতে তোমায় আমি জানাবো না আমন্ত্রণ