Mizan - Ondho Kritodas текст песни
Исполнитель:
Mizan
альбом: Ondho Kritodas
প্রতি রাতেই বন্ধি ছায়া ছায়া সন্ধি
বন্ধ মনে অন্ধ ক্রীতদাস হাসে
চুপি সারে হয়তো এলোমেলো মুহূর্ত
উড়েছে কালো স্মৃতির মেঘ চারপাশে
শুন্য বুকে রাত্রি জমাট
আধার ঘরে আসছে ঘিরে
অভিশাপ আর মিথ্যে আশায়
অনার খুজি হাতরে ফিরে
ওওওওওওও
দিশেহারা রাত যাপন
ওওওওওও
আমাকে ভাবায় স্বপন
ওওওওও
আধারে ডাকে চলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
তবু কোথাও ডাকছে মন পথ হারাচ্ছে
আসছে আলো আধার যায় মিশে
প্রতি রাতেই বার বার
ভাংচুর আর তোলপাড়
তবু বন্ধ মনে অন্ধ ক্রীতদাস হাসে
শুন্য বুকে রাত্রি জমাট
আধার ঘরে আসছে ঘিরে
অভিশাপ আর মিথ্যে আশায়
অনার খুজি হাতরে ফিরে
ওওওওওওও
দিশেহারা রাত যাপন
ওওওওওও
আমাকে ভাবায় স্বপন
ওওওওও
আধারে ডাকে চলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
বন্ধ মনে অন্ধ আজ পালাবো কোথায় বলো
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя