Kronedge - Noisho Prohori текст песни
Исполнитель:
Kronedge
альбом: Kronedge
তুষার রাঙ্গানো রক্তে শোয়া
বিশ্বাস ঘাতকের মৃতদেহ
তরবারির ছয়কোপে খুন
ফিরে চাহেনা কেহ।
জেগে উঠে পূনর্জন্মে
জারজ প্রহরীর দেহ।
ষড়যন্ত্র চতুর্দিকে
বিশ্বাসতো নেই কারো
বামুনের সুদৃষ্টি ছাড়া
প্রহরীর নেই যে কেহ
পালকের ঘরে নেই ভালোবাসা
উপাধি পেলো, "বেজন্মা"
প্রহরী, তোমার ধমনীতে কার রক্ত বহে
প্রহরী, তুমি কিছুই জাননা।
প্রহরী, ঐ লৌহ সিংহাসন কার
জানে দাঁড়কাক
প্রহরী তুমি কিছুই জাননা
শ্বেত পথিকের কবল ছিড়ে
বন্য মেয়ের খপ্পরে
লাল ডাইনির চোখ এড়িয়ে
ড্রাগন মাতার পাজরে
জানে না সে যে, কি তার অধিকার
সিংহাসনের এই খেলায়
প্রহরী, তোমার ধমনীতে কার রক্ত বহে
প্রহরী, তুমি কিছুই জাননা।
প্রহরী, ঐ লৌহ সিংহাসন কার
জানে দাঁড়কাক
প্রহরী তুমি কিছুই জাননা।
পালকের ঘরে নেই ভালোবাসা
সত্যের পরিচয় তরবারী।
ইস্পাতের রংতুলি দিয়ে
হয়েছে নিয়তির নির্মানকারী।
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя