Kishore Kumar Hits

Mahfuz Kalarab - Porer Jayga Porer Jomi текст песни

Исполнитель: Mahfuz Kalarab

альбом: Porer Jayga Porer Jomi


ঘরের মালিক নই, আমি ঘরের মালিক নই
ঘরের মালিক নই, আমি ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি
সেই ঘরখানা যার জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি
আমি পাই না জমিদারের দেখা
পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে, দুঃখ ১২ মাস
জমিদারের ইচ্ছামতো দেই না জমি চাষ
তাই তো ফসল ফলে না রে, দুঃখ ১২ মাস
খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি খাজনাপাতি সবই দিলাম
তবু জমিন আমার হয় যে নিলাম
আমি চলি যে তার মন জোগাইয়া
চলি যে তার মন জোগাইয়া, দাখিলায় মেলে না সই
আমি তো সেই ঘরের মালিক নই
পরের জায়গা পরের জমিন, ঘর বানাইয়া আমি রই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই
আমি তো সেই ঘরের মালিক নই

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Shaam

Исполнитель