Kishore Kumar Hits

Subrata Sengupta - Tomari Tore Maa Sopinu E Deho текст песни

Исполнитель: Subrata Sengupta

альбом: Tomari Tore Maa Sopinu E Deho


তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা

যদিও এ বাহু অক্ষম দুর্বল
তোমারি কার্য সাধিবে
যদিও এ অসি কলঙ্কে মলিন
তোমারি পাশ নাশিবে
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা

যদিও, হে দেবী, শোণিতে আমার
কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে
একতিল তব কলঙ্ক ক্ষালিতে
নিভাতে তোমার যাতনা
যদিও, হে দেবী, শোণিতে আমার
কিছুই তোমার হবে না
তবু, ওগো মাতা, পারি তা ঢালিতে
একতিল তব কলঙ্ক ক্ষালিতে
নিভাতে তোমার যাতনা
যদিও, জননী, যদিও আমার
এ বীণায় কিছু নাহিক বল
কী জানি যদি, মা, একটি সন্তান
জাগি উঠে শুনি এ বীণাতান
তোমারি তরে, মা, সঁপিনু এ দেহ
তোমারি তরে, মা, সঁপিনু প্রাণ
তোমারি শোকে এ আঁখি বরষিবে
এ বীণা তোমারি গাহিবে গান
তোমারি তরে, মা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители