Manisha Murali Nair - Dui Hater Kaler текст песни
Исполнитель:
Manisha Murali Nair
альбом: Dui Hater Kaler
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে
সুপ্তি ছুটে নৃত্য উঠে নিত্য নূতন সংঘাতে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে
বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়
বাজে ফুলে, বাজে কাঁটায়, আলোছায়ার জোয়ার-ভাঁটায়
প্রাণের মাঝে ওই-যে বাজে
প্রাণের মাঝে ওই-যে বাজে দুঃখে সুখে শঙ্কাতে
নিত্য নূতন সংঘাতে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে
♪
তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে
সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ লাগে
রূপ-সাগরে ঢেউ লাগে
তালে তালে সাঁঝ-সকালে রূপ-সাগরে ঢেউ লাগে
সাদা-কালোর দ্বন্দ্বে যে ওই ছন্দে নানান রঙ লাগে
রূপ-সাগরে ঢেউ লাগে
এই তালে তোর গান বেঁধে নে, কান্নাহাসির তান সেধে নে
এই তালে তোর গান বেঁধে নে, কান্নাহাসির তান সেধে নে
ডাক দিল শোন মরণ বাঁচন
ডাক দিল শোন মরণ বাঁচন নাচন-সভার ডঙ্কাতে
নিত্য নূতন সংঘাতে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে, ডাইনে বাঁয়ে
দুই হাতে কালের মন্দিরা যে সদাই বাজে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя