Manisha Murali Nair - Tumi Khusi Thako текст песни
Исполнитель:
Manisha Murali Nair
альбом: Tumi Khusi Thako
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
তোমার আঙিনাতে বেড়াই যখন বেড়াই
গেয়ে গেয়ে বেড়াই যখন খুশি থাক
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
তোমার পরশ আমার মাঝে সুরে সুরে বুকে বাজে
সেই আনন্দ নাচায় ছন্দ বিশ্বভুবন ছেয়ে ছেয়ে খুশি থাক
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া
চিত্তবীণায় দাও যে নাড়া
ফিরে ফিরে চিত্তবীণায় দাও যে নাড়া
গুঞ্জরিয়া গুঞ্জরিয়া দেয় সে সাড়া
চিত্তবীণায় দাও যে নাড়া
তোমার আঁধার তোমার আলো, দুই আমারে লাগল ভালো
তোমার আঁধার তোমার আলো, দুই আমারে লাগল ভালো
আমার হাসি বেড়ায় ভাসি তোমার হাসি বেয়ে বেয়ে খুশি থাক
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
তুমি খুশি থাক আমার পানে চেয়ে চেয়ে খুশি থাক
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя