Kishore Kumar Hits

Kiran Chandra Roy - Mon Gelo Jana текст песни

Исполнитель: Kiran Chandra Roy

альбом: Mone Ki Pore Na Pathik


মন, গেল জানা
কারো রবে না এ ধন যৌবন
তবে কেন, মন, এত বাসনা?
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস না রে ভেসে পেয়ে যাতনা
গেল জানা
মন, গেল জানা

যে করে কালার চরণের আশা
জানো না রে, মন, তার কী দুর্দশা
যে করে কালার চরণের আশা
জানো না রে, মন, তার কী দুর্দশা
ভক্ত বলী রাজা ছিল, সর্বস্ব ধন নিলো
বামনরূপী প্রভু করে ছলনা
গেল জানা
মন, গেল জানা

প্রহ্লাদ চরিত্র দেখি দৈত্যধামে
কত কষ্ট তার এই হরিনামে
প্রহ্লাদ চরিত্র দেখি দৈত্যধামে
কত কষ্ট তার এই হরিনামে
তারে আগুনে পুড়ালো, জলেতে ডুবালো
বামনরূপে প্রভু করে ছলনা
বামনরূপে প্রভু করে ছলনা
গেল জানা
মন, গেল জানা

কর্ণ রাজা ভবে বড়ো দাতা ছিল
অতিথিরূপেতে পুত্রকে নাশিলো
কর্ণ রাজা ভবে বড়ো দাতা ছিল
অতিথিরূপেতে পুত্রকে নাশিলো
কর্ণ অনুরাগী, না হইলো দুখী
কর্ণ অনুরাগী, না হইলো দুখী
অতিথির মন করে সান্ত্বনা
অতিথির মন করে সান্ত্বনা
গেল জানা
মন, গেল জানা

রামের ভক্ত লক্ষ্মণ ছিল চরণতলে
শক্তিশেল হানিলো তার বক্ষস্থলে
রামের ভক্ত লক্ষ্মণ ছিল চরণতলে
শক্তিশেল হানিলো তার বক্ষস্থলে
তবু রামচন্দ্রের প্রতি না ছাড়িলো ভক্তি
রামচন্দ্রের প্রতি না ছাড়িলো ভক্তি
লালন বলে, করো এ বিবেচনা
লালন বলে, করো এ বিবেচনা
গেল জানা
মন, গেল জানা
কারো রবে না এ ধন যৌবন
তবে কেন, মন, এত বাসনা?
একবার সবুরের দেশে বয় দেখি দম কষে
উঠিস না রে ভেসে পেয়ে যাতনা
উঠিস না রে ভেসে পেয়ে যাতনা
গেল জানা
মন, গেল জানা

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители