Kishore Kumar Hits

Kiran Chandra Roy - Benga Ek Pitoler Kachhe текст песни

Исполнитель: Kiran Chandra Roy

альбом: Kon Kale Tor Hobe Dishe


ব্যাঙা এক পিতলের কাছে
কলির মান গেল রে ভাই

শাল পটকের কপালের ফের
শাল পটকের কপালের ফের
কুষ্টার বোনাতে দেশ জুড়েছে
সোনার মান গেল রে ভাই
ব্যাঙা এক পিতলের কাছে
সোনার মান গেল রে ভাই

বাজিলো কলির আরতি
প্যাঁচ পইলো ভাই মানীর প্রতি
বাজিলো কলির আরতি
প্যাঁচ পইলো ভাই মানীর প্রতি
ময়ূরের নৃত্য দেখে
ময়ূরের নৃত্য দেখে
পেঁচায় পেখম ধরতে বসে
সোনার মান গেল রে ভাই
সোনার মান গেল রে ভাই

শালগ্রামকে করে নোড়া
শালগ্রামকে করে নোড়া
ভূতের ঘরে ঘণ্টা নাড়া
কলির তো এমনি ধারা
কলির তো এমনি ধারা
স্থুলকাজে সব ভুল পড়েছে
স্থুলকাজে সব ভুল পড়েছে
কলির মান গেল রে ভাই

সবাই কিনে পিতল দানা
জহরের মূল্য হলো না
সবাই কিনে পিতল দানা
জহরের মূল্য হলো না
লালন বলে, গেল জানা
লালন বলে, গেল জানা
চটকে জগৎ মেতেছে
লালন বলে, গেল জানা
চটকে জগৎ মেতেছে
সোনার মান গেল রে ভাই
ব্যাঙা এক পিতলের কাছে
সোনার মান গেল রে ভাই
শাল পটকের কপালের ফের
শাল পটকের কপালের ফের
কুষ্টার বোনাতে দেশ জুড়েছে
সোনার মান গেল রে ভাই
ব্যাঙা এক পিতলের কাছে
সোনার মান গেল রে ভাই

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители