Kishore Kumar Hits

Kiran Chandra Roy - Monre Bojhaite Amar текст песни

Исполнитель: Kiran Chandra Roy

альбом: Kon Kale Tor Hobe Dishe


মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি
বোঝে না সে আপন মরণ –
বোঝে না সে আপন মরণ, এ কী অবিচারী
দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি

ফাঁদ পাতিলাম শিকার বলে
সে ফাঁদ উঠলো আপন গলে
ফাঁদ পাতিলাম শিকার বলে
সে ফাঁদ উঠলো আপন গলে
এ লজ্জা কি যাবে ধুলে –
এ লজ্জা কি যাবে ধুলে, ভবের কাচারি?
দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি

পর ধরতে যাই লোভ দেখায়ে
আপনি লোভে পড়ে যেয়ে
আমি পর ধরতে যাই লোভ দেখায়ে
আপনি লোভে পড়ে যেয়ে
হাতের মামলা হারাইয়ে –
হাতের মামলা হারাইয়ে আমি কেঁদে কেঁদে ফিরি
মন রে, কেঁদে কেঁদে ফিরি
দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি

ছায়ের জন্য আনলাম আদার
আদারে ছা খেলো এবার
আমি ছায়ের জন্য আনলাম আদার
আদারে ছা খেলো এবার
লালন বলে বুঝলাম আমার –
লালন বলে বুঝলাম আমার –
লালন বলে বুঝলাম আমার ভগ্নদশা ভারি
মন রে, ভগ্নদশা ভারি
দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি
বোঝে না সে আপন মরণ –
বোঝে না সে আপন মরণ, এ কী অবিচারী
মন রে, এ কী অবিচারী
দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি
মনেরে বোঝাইতে আমার দিন হলো আখেরি

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители