Kishore Kumar Hits

Kiran Chandra Roy - Ajke Amar Mon Mojilo текст песни

Исполнитель: Kiran Chandra Roy

альбом: Premagane Ke Jabi


আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান
মরমে পশিয়া গান
মরমে পশিয়া গান জুড়ায় তাপিত পরান
বাউল গানে আছে জাদু, আছে মাটির টান
বাউল গানে আছে জাদু, আছে মাটির টান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান

ভাবে বিভোর হয়া বাউল নাইচা নাইচা গায়
হেইলা-দুইলা আপন মনে ডুগডুগি বাজায় রে
ডুগডুগি বাজায়
ভাবে বিভর হয়া বাউল নাইচা নাইচা গায়
হেইলা-দুইলা আপন মনে ডুগডুগি বাজায়
সঙ্গে বাজে বাঁশের বাঁশি
সঙ্গে বাজে বাঁশের বাঁশি, মনপ্রাণ হয় উদাসী
দোতরা তার মনের কথা করে রে বয়ান
দোতরা তার মনের কথা করে রে বয়ান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান

ভোর বিহানে কানে ভাসে ঘুমভাঙানি গান
সুরে পালে লহর তোলে, ভরে দেয় উঠান রে
ভরে দেয় উঠান
ভোর বিহানে কানে ভাসে ঘুমভাঙানি গান
সুরে পালে লহর তোলে, ভরে দেয় উঠান
ঢোল বাজে তাকুরতুকুর
ঢোল বাজে তাকুরতুকুর, রুনুঝুনু বাজে নূপুর
মন্দিরাটা টুনটুনাইয়া
মন্দিরাটা টুনটুনাইয়া ভুলায় কুলমান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান
মরমে পশিয়া গান
মরমে পশিয়া গান জুড়ায় তাপিত পরান
বাউল গানে আছে জাদু, আছে মাটির টান
বাউল গানে আছে জাদু, আছে মাটির টান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান
আজকে আমার মন মজিলো শুইনা বাউলা গান

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители