Kishore Kumar Hits

Vikings - Janala Khuley Dao - Unplugged текст песни

Исполнитель: Vikings

альбом: Run Out


নিকষ কালো রাতের সাথে মনের গহীন কোনে
চেপে রাখা ইচ্ছেটার ডাকাডাকি
জানি পরিণাম হবে না ভালো
তবু কেন মন তোমার পথে পা বাড়ালো চুপিচুপি
আগুনের ধ্বনি রক্তে শত ছুঁয়ে দিতে চায় ইচ্ছেমত
চাওয়া না চাওয়ার দ্বন্দ্বে বিভোর
তবু মন হারাচ্ছে অবিরত ক্রমাগত পরাজিত
জানালা খুলে দাও
ঘরের সব আলো নিভিয়ে দিয়ে হাত বাড়াও
আমার ভুলের আহ্বানে সীমানা তুলে নাও
নিয়মের সব বাঁধা পেছনে ফেলে ভেসে যাও ভুলের আহ্বানে
তোমার দূরে থাকার মতো সময়ের সব ক্ষত
ভুলে যাই উষ্ণতার নিঃশ্বাসে আমার যত না দেখা গল্প
তোমার ছুঁয়ে ছুঁয়ে আজ তা ফুরলো, অবশেষে
অস্থিরতায় আকাশ পাগল, সীমাহীন সীমানা
পরাজিত আগুনের ধ্বনি রক্তে শত ছুঁয়ে দেবার ইচ্ছে শত শত, ক্রমাগত, অবিরত

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители

Vibe

Исполнитель

Owned

Исполнитель

Icons

Исполнитель