(শুনেছি ভালোবাসা একতরফাই হয় এজন্যে কি দায়ী অনিদ্রিতা'রাই নয়?) যদি একটি পূর্ণদৈর্ঘ রাত কাঁদতে পারতাম ভোরের আলোয় নিভে যেত জল তবে আলো জানবেনা হয়ত আমার পাপ এতগুলো শীতের ভুলে পাথর ভাঙ্গলে বের হবে লোনা বৃষ্টি তুমি কি জানো অনিদ্রিতা? পাথর ভাঙ্গলে বের হবে লোনা বৃষ্টি তুমি কি জানো অনিদ্রিতা? এ পাথর ভাঙ্গতে, না হয় ভালোবাসো অথবা মুক্তি দাও এই আমায় এবার আমায় মুক্তি দাও এবার আমায় মুক্তি দাও অনিদ্রিতা ♪ এবার আমায় মুক্তি দাও এবার আমায় মুক্তি দাও অনিদ্রিতা (অনিদ্রিতারা মুক্তি দেয়না শীতের কুয়াশার মত ভীষণ মায়াবী এবং নির্দয় অনিদ্রিতারা মুক্তি দেয়না অনিদ্রিতারা মুক্তি দেয়না...)