ছিন্ন পাতা I playfully build a boat made of torn leaves They seem like boats of cloud Set free by an absent minded girl from the distant horizon ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা আনমনা যেন দিকবালিকার আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা ♪ যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে যেমন হেলায় অলস ছন্দে কোন খেয়ালির কোন আনন্দে সকালে ধরানো আমের মুকুল ঝরানো বিকালবেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা ♪ যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিনশেষে তার হাতে দিই আমার ছন্দ কোথা যায় কে জানে সে যে বাতাস নেয় ফুলের গন্ধ ভুলে যায় দিনশেষে তার হাতে দিই আমার ছন্দ কোথা যায় কে জানে সে লক্ষ্যবিহীন স্রোতের ধারায় জেনো জেনো মোর সকলই হারায় জেনো জেনো চিরদিন আমি পথের নেশায় পাথেয় করেছি হেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা আনমনা যেন দিকবালিকার আনমনা যেন দিকবালিকার ভাসানো মেঘের ভেলা ছিন্ন পাতার সাজাই তরণী একা একা করি খেলা