Kishore Kumar Hits

Maya Sen - Jogate Anandajogge текст песни

Исполнитель: Maya Sen

альбом: Anandadhara


জগতে আনন্দযজ্ঞে
I've had my invitation to this world's festival
And my life has been blessed

জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ

নয়ন আমার রূপের পুরে
সাধ মিটায়ে বেড়ায় ঘুরে
শ্রবণ আমার গভীর সুরে
হয়েছে মগন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ

তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি
তোমার যজ্ঞে দিয়েছ ভার, বাজাই আমি বাঁশি
গানে গানে গেঁথে বেড়াই প্রাণের কান্নাহাসি
এখন সময় হয়েছে কি?
সভায় গিয়ে তোমায় দেখি
জয়ধ্বনি শুনিয়ে যাব এ মোর নিবেদন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ
ধন্য হল, ধন্য হল মানবজীবন
জগতে আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ

Поcмотреть все песни артиста

Другие альбомы исполнителя

Похожие исполнители