Warfaze - Boshe Achi Eka текст песни
Исполнитель:
Warfaze
альбом: Best Collection Warfaze 4 in 1
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
পাখিরা সব মেতেছে আজ কুঞ্জবনে
মাতাল করেছে এই মন
গানে গানে নিবিড়ে আজ
কেটে যায় এ ক্ষণ
প্রজাপতি হয়ে ফিরবো ফুলে ফুলে
তবু কেন এত ব্যথা
জাগে মনে অশ্রুধারা
হৃদয়!
বসে আছি একা
কাঁচা রোদ বিকেলে উদাস
বৃষ্টি শেষে রূপালী আকাশ
মেঘে জানালাতে
ঝিলমিল সোনালী আভায়
ঝিরঝির বহে হিমেল বাতাস
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
সেই হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
সোনালী আভায় সাথে ফিরি আমি
মেঘে মেঘান্তরে
হিমেল বাতাসে ডানা মেলি আমি
দূরে দূরান্তরে
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя