সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে
সমাজ শিখরে আজ তুমি কি একা
রিক্ত কামনায় অহমের মায়াজালে
সকল ভালোবাসা পদদলিত করে
মানবতার যত বন্ধন ছিড়ে ফেলে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
♪
তোমার দু'পাশে মিথ্যে গুণগ্রাহী
দেবে কি বাধা, রাজা, জনতার এ মিলনে
তবে কি জনগন আজ পথের কাঁটা
যারা তোমায় ভালোবেসেছে মনে-প্রাণে
ক্ষমতার নিয়মে দেয়াল তুলে
জনতাকে বেদনায় ভাসালে
ক্ষমতার পেছনে যাদের স্মৃতি
অবসরেও কি পড়ে মনে
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
♪
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ, এসো আমাদের সমতলে
পাবে জীবন, যাকে বহুদূর গেছ ফেলে
প্রাণে জোয়ার, আছে জনতার এ ভুবনে
হে মহারাজ
হে মহারাজ!
Поcмотреть все песни артиста
Другие альбомы исполнителя